বছরের শেষে পারদ কিছুটা নামলেও হাঁড় কাঁপানো শীত এখনই নয়

ফাইল চিত্র

বছরের শেষে উত্তর ভারতে শুরু হয়েছে প্রবল তুষারপাত। বরফের মোটা চাদরে ঢেকে গিয়েছে হিমাচল প্রদেশের মানালি সহ একাধিক অঞ্চল। রাজধানী দিল্লিতেও গত ২৭ বছরের রেকর্ড ভেঙে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে কমেছে দূষণের মাত্রা। তাপমাত্রাও যথেষ্ট নেমে গিয়েছে। ফলে দিল্লিবাসীর এখন শীতে জবুথবু অবস্থা। শনিবার দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অথচ বাংলায় শীতের দেখা নেই। যা হতাশ করেছে বাঙালিকে। এখনও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বাধিক তাপমাত্রা দাঁড়িয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার সারাদিন শহরের আকাশ ছিল পরিষ্কার, কোথাও বৃষ্টিপাত হয়নি।

কিন্তু রাজ্যে কবে শীতের দেখা মিলবে? এবার ডিসেম্বরের শুরুতে কিছুটা ঠান্ডা পড়লেও পশ্চিমি ঝঞ্ঝার জেরে মাসের মাঝামাঝি সেই শীত উধাও। পরিবর্তে ঘাম মুছতে হচ্ছে শহরবাসীকে। কিছুটা মুখ রক্ষা করেছে উত্তরবঙ্গ। কিন্তু কলকাতা ও দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই। তবে ডিসেম্বরের শেষ মুহূর্তে পারদ কিছুটা নামতে পারে বলে আশ্বস্ত করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই সময়ে পশ্চিমী ঝঞ্ঝার দাপট ম্লান হবে। প্রবেশ করবে উত্তরের শীতল হাওয়া। ফলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ডিগ্রির কাছাকাছি নেমে গিয়ে শীতের আমেজ তৈরি হলেও
হাঁড়কাঁপুনী শীতের দেখা এখনই মিলবে না। জেলাতে তাপমাত্রা বেশ কিছুটা নেমে গিয়ে যথেষ্ট শীত পড়বে। এইসময়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে রবিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বছরের শুরুতে ঠাণ্ডা পড়লেও কনকনে শীতের সম্ভাবনা নেই। হাড়কাঁপানো শীত কবে থেকে পড়বে, তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে বর্ষবরণের রাতে তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানা গিয়েছে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে দিল্লিতে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। শনিবারও সেই বৃষ্টিপাত অব্যাহত। এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪১.২ মিলিমিটার। চলতি মাসে দিল্লিতে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪২.৮ মিলিমিটার। এর ফলে গত ২৭ বছর ধরে প্রতি ডিসেম্বরে যে হারে বৃষ্টি হয়েছে, এবার তার সর্বোচ্চ রেকর্ড ছাপিয়ে গিয়েছে।