আগামী পাঁচ বছরের জন্য কলকাতা পুরসভার মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র পদে শপথ গ্রহণ করেছেন অভিজ্ঞ অতীন ঘোষ। সেই সঙ্গে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে ১২ মেয়র পারিষদকে।
মূলত পুরনোদের উপরেই ভরসা রাখা হয়েছে। আগেকার বিভাগের দায়িত্বে ফেরানো হয়েছে বেশির ভাগ মেয়র পারিষদকে। রাস্তার দায়িত্ব পেয়েছেন নতুন মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়।
মেয়র, ডেপুটি মেয়র, ১২ মেয়র পারিষদ—এই হল কলকাতা পুরসভার টিম। এই টিমই নাগরিক পরিষেবার মূল দায়িত্বে থাকবে, কাজ করবে।
অতীন ঘোষ– স্বাস্থ্য, কর মূল্যায়ন
সন্দীপন সাহা– শিক্ষা
সন্দীপরঞ্জন বক্সী– আলো
দেবব্রত মজুমদার– জঞ্জাল ব্যবস্থাপনা
স্বপন সমাদ্দার– বস্তি উন্নয়ন
দেবাশিস কুমার– পার্কিং ও উদ্যান
বৈশ্বানর চট্টোপাধ্যায়– আইন ও আবাসন
রাম পিয়ারি রাম– ১০০ দিনের প্রকল্প
তারক সিং– নিকাশি
মিতালী বন্দ্যোপাধ্যায়– সামাজিক দায় ও মহিলা সুরক্ষা
জীবন সাহা– তথ্য ও জনসংযোগ
অভিজিৎ মুখোপাধ্যায়– রাস্তা
নতুন বছরে কলকাতার নতুন রূপদানের লক্ষ্যে কাজে নেমেছে টিম ফিরহাদ।