• facebook
  • twitter
Wednesday, 30 April, 2025

মামড়া বাজারে কংগ্রেসের বাজারে বাজারে কর্মসূচি

মামড়া বাজারে কংগ্রেসের বাজারে বাজারে কর্মসুচি পালিত হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী

কংগ্রেস (Photo: IANS)

সন্ধ্যাবেলায় দুর্গাপুরের মামড়া বাজারে কংগ্রেসের বাজারে বাজারে কর্মসুচি পালিত হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, পিসিসি সদস্য স্বপন ব্যানার্জী, স্বপন মিত্র, সুদেব রায়, অশোক শাসমল, নির্মল নিয়োগী, পামলু মজুমদার সহ বিভিন্ন নেতৃত্ব।

দেবেশ চত্রবর্তী বাবু অভিযােগ করে বলেন, রাজ্য সরকার ঘুমিয়ে পড়েছে। প্রতিদিন নিত্য প্রয়ােজনীয় জিনিষের দাম বড়ে চলেছে আর সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না।