• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ডাক্তার না বললে কিছুতেই গর্ভপাতের অনুমতি দিতে পারে না আইন: হাইকোর্ট

৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা গর্ভপাত করাতে চান।সেই আবেদন নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।উচ্চ আদালত জানিয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া গর্ভপাত হবে না।

"Kolkata, India - December 2011: Front of the high court building in traditional british style."

৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা গর্ভপাত করাতে চান। সেই আবেদন নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তার শুনানিতে এদিন উচ্চ আদালত জানিয়ে দিয়েছে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া গর্ভপাতের অনুমতি দেওয়া যাবে না। গর্ভপাতের আবেদনের ভিত্তিতেই তাই এদিন বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

স্বাস্থ্য সচিবকে ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে বোর্ড গঠন করতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আইন অনুযায়ী, ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করানোর জন্য আদালতের অনুমতির দরকার হয়।

এক্ষেত্রে গর্ভবর্তী ট্রমায় আক্রান্ত, তাই তার এবং তার অনাগত সন্তানের এতে ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দ্বারস্থ হয়েছেন আদালতের। বিচারপতির নির্দেশ অনুযায়ী অবিলম্বে ৬ জন ডাক্তারের বোর্ড গঠন করা হবে। তাঁরা গর্ভবতী মহিলার শারীরিক পরীক্ষানিরীক্ষা করে দেখবেন।