• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভূমিহীন মানুষদের জমির দলিল তুলে দিল জেলা প্রশাসন

দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। স্থায়ীভাবে বসবাসের জন্য বালুরঘাটের ৬ টি উদ্বাস্তু কলােনীর ৪১ টি পরিবারকে জমির দলিল তুলে দেওয়া হল।

প্রতিকি ছবি (File Photo: iStock)

ভূমিহীন উদ্বাস্তুদের পাশে দাঁড়াল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। স্থায়ীভাবে বসবাসের জন্য বালুরঘাটের ৬ টি উদ্বাস্তু কলােনীর ৪১ টি পরিবারকে জমির দলিল তুলে দেওয়া হল। বৃহস্পতিবার বালুরঘাট শহরের সরকারি বালুছায়া ভবনে আনুষ্ঠানিক ভাবে জমির দলিল তুলে দেন জেলা শাসক নিখিল নির্মল।

ত্রান ও উদ্বাস্তু দফতরের উদ্যোগে জেলা জুড়ে নিঃশর্ত জমির দলিল প্রধান করা হয়। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন ব্লকে ব্লকে অনুষ্ঠান করে প্রায় ৩ হাজার উদ্বাস্তু পরিবারকে জমির দলিল দেওয়া হয়েছে।

এদিন সুকান্ত কলােনী, বাইচা কলোনী, বরকৈইল কলােনী সহ ৬ টি কলােনীর মানুষদের দলিল দেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিক রঞ্জন কুমার দাস জানিয়েছে, জেলায় মােট ৫১ টি উদ্ধান্ত কলােনী রয়েছে। যেখানে ২৯৮২ টি দলিল দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। বেশীরভাগ দলিল ইতিমধ্যে প্রদান করা হয়ে গিয়েছে। এবারে । তাদের শেষ পর্যায়ের কাজ চলছে। খুব তাড়াতাড়ি তাদের লক্ষ্য পূরণ হবে।