• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজ্যে দৈনিক সংক্রমণ আবার বাড়ল, একদিনে করোনার বলি ৩৭ জন

করোনা এদিনে প্রাণ কেড়েছে ৩৭ জনের। কলকাতা এবং হাওড়া দুই জেলাতেই মৃত্যু হয়েছে ৭ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ২০ হাজার ৩১৩ জন।

শুক্রবারের মতোই ১০ হাজারের গণ্ডির মধ্যেই রইল করোনায় রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা।

শুক্রবারের তুলনায় ৩৭ জন বেশি এদিন করোনায় আক্রান্ত হয়েছেন এদিকে, করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্যজুড়ে জারি রয়েছে কড়া বিধিনিষেধ। মিলছে তার সুফল।

রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ সামান্য হাতেনাতে শনিবার বাড়লেও নিম্নমুখী পজিটিভিটি রেট। মাত্র দু’টি জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি।

আবার দুই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০- র নীচে সব মিলিয়ে রাজ্য সরকারের কড়া বিধিনিষেধের সুফলযে মিলছে, তা প্রায় সকলেই একবাক্যে স্বীকার করে নিচ্ছেন।

রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবার সন্ধ্যার রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। শুক্রবারের তুলনায় সামান্য বেডে .ছে সংক্রমণ।

তবে চিন্তা বাড়িয়ে এদিনও ঊর্ধ্বমুখী রাজ্যে করোনার মৃত্যুর গ্রাফ। একদিনে মৃত্যু হয়েছে ৩৭ জনের। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৩১৩ জনও।

দৈনিক সংক্রমণের নিরিখে এগিয়ে কলকাতা। সেখানে ১ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে দৈনিক আক্রান্ত ১ হাজার ৩৬০ জন।

উত্তরবঙ্গেও আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। দার্জিলিংয়ে সংক্রমিতের সংখ্যা ৮০০ পেরিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৫৮ হাজার ২৬৫ জন।

করোনা এদিনে প্রাণ কেড়েছে ৩৭ জনের। কলকাতা এবং হাওড়া দুই জেলাতেই মৃত্যু হয়েছে ৭ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ২০ হাজার ৩১৩ জন।