রাজ্যে দৈনিক করােনা সংক্রমণ ৫ হাজারের নীচে

প্রতীকী ছবি (Photo: iStock)

৫৯ দিন পর রাজ্যে দৈনিক সংক্রমণ ৫ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় করােনা আক্রান্ত হয়েছেন বাংলার ৪ হাজার ৫৩৩ জন, যা নিঃসন্দেহে আশার আলাে। একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৮৯ জনের। তবে করােনাকে জয় করেছেন বহু মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করােনা জয়ীর সংখ্যা ৪২৩১ জন।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে উত্তর ২৪ পরগনার ৭৯২ জন সংক্রমিত। এদিনও দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে রয়েছে এই জেলা। কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪২২ জন।

তৃতীয় স্থানে হাওড়া। একদিনে সংক্রমিত ৩৫৫ জন। হুগলি রয়েছে চতুর্থ স্থানে। একদিনে করােনায় প্রাণ কেড়েছে রাজ্যের ৮৯ জনের, যা আগের দিনের তুলনায় সামান্য হলেও বেশি। উত্তর ২৪ পরগনা ও কলকাতার ২০ জন করে একদিনে প্রাণ হারিয়েছেন। নদিয়ায় উল্লেখযােগ্যভাবে মৃতের সংখ্যা বেড়েছে।


করােনা গত ২৪ ঘণ্টায় এই জেলায় ১০ জনের প্রাণ কেড়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করােনায় মােট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৭৩১ জন। একদিনে করােনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৪,৩২১ জন।