• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজ্যের কোভিড গ্রাফ সামান্য নিম্নমুখী , ২৪ ঘণ্টায় মৃত ৩

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী , করোনায় দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি কলকাতায়। একদিনে এখানে ৫৫০ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন।

রাজ্যে দৈনিক সংক্রমনে কোভিড গ্রাফ কমল। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী , গত ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৪৯৯ , শুক্রবার তা ছিল ১৭০০ – র বেশি।

একদিনে মৃত্যু হয়েছে তিনজনের। এর মধ্যে একজন উত্তরবঙ্গের বাসিন্দা। পরিসংখ্যান বলছে , চলতি বছর উত্তরবঙ্গে এই প্রথম করোনায় মৃত্যু। আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অবশ্য এদিন আক্রান্তের সংখ্যা শূন্য।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী , করোনায় দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি কলকাতায়। একদিনে এখানে ৫৫০ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন।

দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।এখানে কোভিড সংক্রমিতের সংখ্যা ৪২৯। সবচেয়ে কম সংক্রমণ পুরুলিয়ায়। একদিনে মাত্র ১ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের হদিশ মিলেছে।

শনিবার করোনায় সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর , ২৮ জুন করোনা আক্রান্ত ওই রোগী ভরতি হয়েছিলেন। তাঁর টিকা নেওয়া ছিল।শনিবার সকাল ৭ টা নাগাদ মৃত্যু হয় তাঁর। তার শ্বাসকষ্ট ছিল।