• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জমি বিবাদ মামলায় অমর্ত্য সেনের পক্ষে রায় দিল আদালত

সিউড়ি, ৩১ জানুয়ারি: বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ মামলায় কিছুতা স্বস্তি পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আজ সিউড়ি জেলা আদালত অমর্ত্য সেনের পক্ষেই রায় দিল। এব্যাপারে অমর্ত্য বাবুর আইনজীবী বিমান চৌধুরী বলেন, অবশেষে আমরা মামলাটি জিতলাম। অর্থনীতিবিদের বিরুদ্ধে যে নোটিস বিশ্বভারতী জারি করেছিল, তা ঠিক নয়। বিচারক আজ সেকথাই বলেছেন। ফলে এটাই প্রমাণ হল অমর্ত্যবাবু বাড়তি

সিউড়ি, ৩১ জানুয়ারি: বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ মামলায় কিছুতা স্বস্তি পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আজ সিউড়ি জেলা আদালত অমর্ত্য সেনের পক্ষেই রায় দিল। এব্যাপারে অমর্ত্য বাবুর আইনজীবী বিমান চৌধুরী বলেন, অবশেষে আমরা মামলাটি জিতলাম। অর্থনীতিবিদের বিরুদ্ধে যে নোটিস বিশ্বভারতী জারি করেছিল, তা ঠিক নয়। বিচারক আজ সেকথাই বলেছেন। ফলে এটাই প্রমাণ হল অমর্ত্যবাবু বাড়তি জমি দখল করেন নি। এই রায়ে আমরা অত্যন্ত খুশি।

উল্লেখ্য, সম্প্রতি অমর্ত্য সেনের বিরুদ্ধে নোটিস দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ তোলে, অমর্ত্যবাবু ১৩ ডেসিমেল বাড়তি জমি দখল করে রয়েছেন। এই অভিযোগের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও রবি ঠাকুরের সান্নিধ্য পাওয়া অমর্ত্য সেন।