• facebook
  • twitter
Sunday, 30 March, 2025

আজ অক্সফোর্ডে কেলগ কলেজে ভাষণ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে সকলের অবাধ প্রবেশ। তবে কেলগ কলেজের হলে নির্দিষ্ট আসন থাকায় আগে থেকে সিট বুকিং করতে হয়।

প্রতিনিধিত্বমূলক চিত্র

লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আজ, বৃহস্পতিবার, বক্তব্য রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। অনুষ্ঠানের জন্য আগে থেকেই আসন সংরক্ষণ পর্ব শুরু হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, অনুষ্ঠানের ৪৮ ঘণ্টা আগেই হলের সব সিট বুক হয়ে গিয়েছে। এরপর যারা আবেদন করছেন তাঁদের ওয়েটিং লিস্টে থাকতে হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য পড়ুয়া থেকে অধ্যাপক সকলের আগ্রহ তুঙ্গে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে সকলের অবাধ প্রবেশ। তবে কেলগ কলেজের হলে নির্দিষ্ট আসন থাকায় আগে থেকে সিট বুকিং করতে হয়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পদ্ধতিতে এই অনুষ্ঠানের আসন সংরক্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু হবে এই অনুষ্ঠান। তার ৪৮ ঘণ্টা আগেই হলের সমস্ত আসন বুক হয়ে গিয়েছে।

এ দিনের অনুষ্ঠানে ‘সামাজিক উন্নয়ন— বালিকা, শিশু ও নারীর ক্ষমতায়ন’ নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলেজের সভাপতি অধ্যাপক জোনাথন মিচি এবং এই কলেজেরই ‘ফেলো’ তথা বিশিষ্ট শিল্পোদ্যোগী লর্ড করণ বিলিমোরিয়া।

News Hub