• facebook
  • twitter
Tuesday, 12 November, 2024

উপনির্বাচনের আগেই একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

উপনির্বাচনের আগেই একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  লোকসভা নির্বাচনের পর এটিই তাঁর প্রথম পাহাড় সফর। মূলত প্রশাসনিক বৈঠক সারতেই তাঁর এই উত্তরবঙ্গ সফর বলে নবান্ন সূত্রে খবর।  নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উপনির্বাচনের আগেই একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  লোকসভা নির্বাচনের পর এটিই তাঁর প্রথম পাহাড় সফর। মূলত প্রশাসনিক বৈঠক সারতেই তাঁর এই উত্তরবঙ্গ সফর বলে নবান্ন সূত্রে খবর।  নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ নভেম্বর কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি পৌঁছবেন দার্জিলিংয়ে। আগামী ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টে নাগাদ জিটিএ সদস্য এবং পাহাড়ের বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৩ নভেম্বর বিকেল ৩ টের সময় দার্জিলিংয়ের ম্যালে সরস মেলা উদ্বোধনের কথা রয়েছে তাঁর।দার্জিলিং এবং কালিম্পঙ জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক করার কর্মসূচিও রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। দুই দিন দার্জিলিংয়ে থাকার পর কর্মসূচি সেরে ১৪ তারিখ বৃহস্পতিবার শিলিগুড়িতে ফিরবেন মুখ্যমন্ত্রী। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ১৪ তারিখ উত্তরবঙ্গ থেকে তাঁর কলকাতায় ফিরে আসার কথা। 
 
শুক্রবার কলকাতার রাজারহাটের আদিবাসী ভবনে বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এবছর   ১৫ থেকে ২১ নভেম্বর, সাতদিন ধরে রাজ্যের সবকটি  জেলায় পালিত হবে বীরসা মুন্ডার জন্মদিন। 
 

প্রসঙ্গত,  পাহাড়ের উন্নয়ন যাতে থেমে না থাকে সেদিকেও সতর্ক রাজ্য সরকার। দার্জিলিংয়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে অনিত থাপার সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্ক রয়েছে। প্রশাসনিক স্তরে জিটিএ-কে নানাভাবে সহযোগিতা করেছে রাজ্য সরকার। উন্নয়নের প্রশ্নে কখনওই পাহাড়কে বিমুখ করেননি মমতা। লোকসভা নির্বাচনে ফল ভাল না হলেও এবার লোকসভা নির্বাচনের পর পাহাড়ে যাচ্ছেন তিনি। বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভাবনাচিন্তার রয়েছে মমতার। গত বছর বাণিজ্য সম্মেলনে পাহাড়ে তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে তোলার ইচ্ছে প্রকাশ কপড়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকস্তরে তার প্রস্তুতিও শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, দুটি জায়গায় তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে , একটি দার্জিলিংয়ের কার্শিয়াঙে , অন্যটি কালিম্পঙয়ের গরুবাথানে।  

এই মুহূর্তে পাহাড়ে তিন পুরসভার ভোট বাকি রয়েছে। হাইকোর্টের নির্দেশে দ্রুত সেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পাহাড়ে এলে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারেন। এছাড়াও সামনেই উপনির্বাচন৷ এর ফলে, সরাসরি ভোটের প্রচারে যোগ না দিলেও উত্তরবঙ্গ সফরে  দার্জিলিং থেকেই দলের নেতাদের ভোট কৌশলের নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।