• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রশাসনিক বৈঠক থেকে পূর্ত দফতরের কাজে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আজ পশ্চিম মেদিনীপুরের একাধিক উন্নয়নের কাজ কার্যত পূর্ত দফতরের জন্যে আটকে আছে শুনে পূর্ত দফতরের উপর ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আগে থেকেই ক্ষোভ ছিল, এবার কার্যত ফুসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ পশ্চিম মেদিনীপুরের একাধিক উন্নয়নের কাজ কার্যত পূর্ত দফতরের জন্যে আটকে আছে শুনে পূর্ত দফতরের উপর ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বলেই ফেললেন, ” পিডব্লিউডিকে দিয়ে সব কাজ করানোর কোনও দরকার নেই। ওদের এত খাই! এইচ আর বি সি র ইঞ্জিনিয়ার রা এখানে আছেন ওদের দিয়ে করান।”

তিনদিনের সফরে পশ্চিম মেদিনীপুর গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রথম দিনে জেলা প্রশাসনিক আধিকারিক দের কাছ থেকে জেলার বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করার সময়ে বেশ কয়েকটি কাজে পূর্ত দফতর বাড়তি অর্থ চাইছে শুনে তিনি বলেন, ” আরে এদের এত খাই কেন? সব কাজ এদের দিয়ে করাবেন না।”

এমনকী নিজে ডি পি আর দেখে বলেন, ” ওই ডিপিআর কেটে ফেলে দিন। এ সবে এত টাকা লাগে? আমি কি কাজ করাই না? আমাকে যা ইচ্ছে শেখালেই হলো ?”