হাইকোর্টের নির্দেশে কং-কাউন্সিলার খুনে তৎপর তদন্তকারী সংস্থা সিবিআই

white shape of body and skidmarks on asphalt texture

পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে এবার পুরুলিয়ার পুলিশ সুপারের থেকে এফআইআরের কপি চাইল সিবিআই। সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফে মঙ্গলবার যোগাযোগ করা হয় পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে।

জেলা পুলিশকে ইমেল করে চাওয়া হয়েছে এই খুনের এফআইআরের কপি। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কেন্দ্রীয় গোয়েন্দাদের দেড়মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তারপরই সিবিআই অফিসারদের মধ্যে তৎপরতা।


উল্লেখ্য, এই এফআইআর কপি হাতে পাওয়ার পর, তার উপর ভিত্তি করে কেন্দ্রীয় গোয়েন্দারা নিজেদের তদন্ত শুরু করবেন। যদিও সিবিআইয়ের তরফে পৃথকভাবে এফআইআর করা হবে।

সিবিআই সূত্রে প্রকাশ, ওই এফআইআর কপি হাতে আসার পর কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তকারী দল গঠন করা হবে।

জানা গিয়েছে, ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন সিবিআইয়ের একজন জয়েন্ট ডিরেক্টর।

আজ অর্থাৎ, বুধবারই ঝালদায় পৌঁছাতে পারে কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তকারী দল। কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার একদিনের মধ্যেই সিবিআইয়ের মধ্যে তৎপরতা দেখা যাচ্ছে।

প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যেই সেরে ফেলেছেন সিবিআই গোয়েন্দারা। এবার জেলার পুলিশ সুপারের কাছে ই-মেল করে এফআইআর কপি চাওয়া হল।

অর্থাৎ, স্পষ্টতই বোঝা যাচ্ছে, শুরু থেকেই তদন্ত প্রক্রিয়ায় গতি রাখতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারাঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় শুরু থেকেই নাম জড়িয়েছিল স্থানীয় পুলিশের।

মৃত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু শুরু থেকেই অভিযোগ তুলেছেন স্থানীয় থানার তৎকালীন আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে।

দাবি তুলছিলেন সিবিআই তদন্তের। রাজ্য পুলিশের তদন্তের উপর যে তাঁর কোনও আস্থা নেই, সেই কথাও বুঝিয়ে দিয়েছিলেন।

এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশে সিবিআই প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আজ অর্থাৎ বুধবার পুরুলিয়ায় যাচ্ছে সিবিআইয়ের স্পেশাল টিম।