রাজ্যে মানুষের চিকিৎসায় কী খরচ হবে? তা ইনডোর বা আউটডোর যেখানেই হোক না কেন। স্বাস্থ্য কমিশন জেলাগুলির সঙ্গে বৈঠক করে চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছিল যা এখন শেষের পথে। অপেক্ষা শুধু রাজ্য সকারের অনুমতির।
রাজ্য সরকারের কাছে চলতি মাসেই তালিকা সম্পূর্ণ করে পাঠানো হবে। কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল স্বাস্থ্য কমিশন।
রাজ্যের মানুষ চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন এমনই অভিযোগ ছিল। একই চিকিৎসা কিন্তু রাজ্যে এক-এক জায়গায় জায়গায় খরচ আলাদা আলাদা।
নেই কোনও সঠিক চার্ট। কিন্তু কেন? এই প্রশ্ন তুলেই হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য কমিশন হাইকোর্টে জানাল তালিকা তৈরির কথা।