• facebook
  • twitter
Friday, 22 November, 2024

“বেআইনী লালবাতি লাগালে গাড়ি বাজেয়াপ্ত করা হবে”: ফিরহাদ হাকিম

অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন একজন জেলা সভাপতি হয়ে গাড়িতে লালবাতি ব্যবহার করছেন অনুব্রত?

সম্প্রতি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন একজন জেলা সভাপতি হয়ে গাড়িতে লালবাতি ব্যবহার করছেন অনুব্রত?

তা নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআইও, যদিও শেষ পর্যন্ত অনুব্রত’র গাড়িতে লাগানো লাল বাতি যে বেআইনি, তা মেনে নিয়েছেন খোদ পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমও।

সোমবার তারই পরিপ্রেক্ষিতে পরিবহণমন্ত্রী স্পষ্ট করে দিয়ে বলেন, “আইন ভেঙে কেউ গাড়িতে লাল বাতি বা নীল বাতি ব্যবহার করলে এবার থেকে সেই গাড়ি বাজেয়াপ্ত করবে সরকার।”

তিনি আরও বলেন,”পুলিশকে বলা হয়েছে লাল বাতি ব্যবহারকারীদের তালিকা ও যে যে গাড়ি লাল বাতি ব্যবহার করছে তার একটি তালিকা কাছে রাখতে বলেছি। তার বাইরে কেউ গাড়িতে লাল বাতি ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় খোলা বাজারে এই লাল বাতি বিক্রি করা হয়, তাদের বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হবে?

এই প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী বলেন, “এই সমস্ত দোকানগুলোতে সরকার তল্লাশি চালাতে পারে না। কারণ দরকারে সরকারও ওই সমস্ত দোকান থেকে লাল বাতি গুলো কেনে।”