ভবানীপুরে জমজমাট প্রচারে বিজেপি

বিজেপি (File Photo: IANS)

প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ভবানীপুরে বিজেপি প্রার্থী করার পর থেকেই দেখা যাচেছ, প্রচারকে অন্য আঙ্গিকে তুলে ধরতে চাইছে গেরুয়া শিবির। মমতা প্রথম দিনের প্রচারে চেতলার কর্মিসভায় বলেছিলেন, ভবানীপুরে সবাই থাকেন। হিন্দু, মুসলমান শিখ। তাই তিনি ষােল আনা মসজিদেও যাকেন, দুর্গাপুজোর ক্লাবেও যাকে আবার গুরম্বারও হবে তাঁর গন্তব্য।

কার্যত মিনি ভারতের ধারণা তুলে ধরতে চেয়েছিলেন তৃণমূলনেত্রী। বিজেপিও যেন তাঁদের প্রচারকে বড় ক্যানভাসে আঁকতে চাইছে। গত তিন ধরে ভবানীপুর চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি। সকালে হাঁটতে বেরিয়ে রাস্তার ধারে চা খাচেছন, কথা বলছেন। কখনও যাচ্ছেন গুরঘারে।

আবার বৃহস্পতিবার ফুটপাতে টুল টেনে বসে সেখানে বসেই খেলেন ছাকা তেলে ভাজা গরম কচুরি আর আলুর তরকারি। পাশে ছিলেন দীনেশ ত্রিবেদী আর প্রার্থী প্রিয়াঙ্কা। আবার কালীঘাট মন্দিরে পুজোও দিয়েছেন পুরি।


বুধবার ভবানীপুরের প্রচারে বিজেপি নামিয়েছিল জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে। বাঙালি বনেদি পাড়ায় আবার প্রচার সেরেছেন রূপা গঙ্গোপাধ্যায়। ফুটপাথে হাটু গেড়ে বসে পুরনাে কাগজ বিক্রিতাকে বিজেপিকে জেতানাের আবেদন জানিয়েছেন বিধায়ক মনােগ টিগগা। রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর সুকান্ত মজুমদার ভবানীপুরে প্রচার করেছেন শুধু না, পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়েছে।