গত কয়েকদিনের বৃষ্টিতে কলকাতা জলমগ্ন। এখনও বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও বাড়ছে। এই পরিস্থিতির জন্য কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম উত্তরাখণ্ডের প্রবল বৃষ্টিতে জলস্তর বৃদ্ধিকে দায়ী করলেন।
তিনি বলেন, উল্লাখণ্ডের জন্যই কলকাতা। ভাসল। পশ্চিমবঙ্গের বন্যার জন্য ঝাড়খণ্ড আর ডিভিসিকে বার বার কাঠগড়ায় তােলে এই রাজ্যের সরকার এবার। এক্ষেত্রে নয়া সংযােজন উত্তরাখণ্ড হিমালয়ের। কোলে অবস্থিত উল্লাখণ্ডের জমা জলে কলকাতা ভাসছে বলে কলকাতার পুর প্রশাসক দাবি করে।
এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, কলকাতার অনেক জায়গায় জল জমে রয়েছে। সেচ দফতরকে বলেছি খালগুলি দ্রুত পরিষ্কার করতে, যাতে জল বেরিয়ে যায় গঙ্গা থইথই করছে। উত্তরাখণ্ড থেকে জল হইহই করে আসছে।