• facebook
  • twitter
Saturday, 4 January, 2025

বর্ষবরণের রাতেই ফিরল জাঁকিয়ে শীত

শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। অর্থাৎ ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। ১ জানুয়ারি, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে উত্তুরে হওয়া সক্রিয় হতেই সোমবার রাত থেকে কিছুটা ঠাণ্ডা পড়তে শুরু করে। মঙ্গলবার বর্ষবরণের দিন সন্ধ্যা থেকেই ক্রমশঃ শীত পড়তে শুরু করে। বেশ কয়েকদিনের ক্ষরা কাটিয়ে ফের রাজ্যে শীতের আমেজ ফিরে এসেছে। ফলে নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীতের পরশ অনুভব করছেন গোটা বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় শীতের মাত্রা আরও বেড়েছে।

মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। অর্থাৎ ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। ১ জানুয়ারি, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বাধিক তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও সারাদিন শহরের আকাশ ছিল মেঘমুক্ত। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, এদিন কালিম্পংয়ের চেয়ে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল অনেক কম। পুরুলিয়ার সর্বনিম্ন যেখানে ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, সেখানে কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।