সোমবার শুরু হল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন গোলাপ ফুল দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভ্যর্থনা জানালো কলকাতা লেদার কমপ্লেক্স থানার অফিসাররা।
ফুলের সঙ্গে অবশ্যই ছিল জলের বোতল এবং মাস্ক। করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের সুরক্ষিত রাখতেই এই মাস্ক বিলি করা হয়েছে বলে জানা গিয়েছে লেদার কমপ্লেক্স থানার তরফ থেকে।
এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার পরীক্ষার্থীদেরও গোলাপ ফুল জলের বোতল এবং মাস্ক বিতরণ করা হয় লেদার কমপ্লেক্স থানার তরফ থেকে।
এদিন লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত মোট চারটি পরীক্ষা কেন্দ্রে থানার তরফ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
লেদার কমপ্লেক্স থানার ওসি প্রশান্ত ভৌমিক জানালেন, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময় উৎসাহিত করতেই থানার তরফ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে ‘পুলিশ কাকুদের হাত থেকে এহেন উপহার পেয়ে খুশি পরীক্ষার্থীরাও’।