ভয়াবহ অগ্নিকাণ্ড ইলামবাজারে

Fire. (File Photo: IANS)

দুপুরে বাড়িতে রান্না করার সময় বুধবার ১৯ জানুয়ারি হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক দেখা দেয় বীরভূমের ইলামবাজার থানার ধরমপুর এলাকার নামো দেলোড়া গ্রামে।

আগুনের ভয়াবহতা এতোটাই ছিলো যে, গ্রামের বহু মানুষই নিজেদের ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। নামো দেলোড়া গ্রামের শেখ কালোর বাড়িতে দুপুরে রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিণ্ডার থেকে আগুন ছড়িয়ে পড়তেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে গোটা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়।

টিনের চালের গোটা বাড়ি ঢেকে যায় কালো ধোঁয়ায়। বাড়ির লোকজন কোনক্রমে বাড়ির বাইরে চলে আসেন। এদিকে দেখা যায়, বাড়ির ভিতর থেকে একের পর এক বিকট শব্দ হতেই সেই আগুন এসে ছড়িয়ে পড়ে গ্রামের রাস্তায়।


গ্রামবাসীরা মনে করছেন, শেখ কালো অবৈধভাবে কেরোসিন তেলের কারবার করার পরিপ্রেক্ষিতে তাঁর বাড়িতে টিন ও ড্রামে প্রচুর পরিমাণে কেরোসিন তেল মজুত করা ছিলো।

সেই কেরোসিন তেলে আগুন ধরে যাওয়াতেই আগুনের তীব্রতা এতোটা বেশি হয়। কেরোসিন তেল গ্রামের রাস্তায় ছড়িয়ে পড়তেই গ্রামের রাস্তাতেও আগুন ছড়িয়ে পড়ার ফলে আতঙ্ক আরও বাড়ে।

খবর পেয়ে বোলপুর থেকে দমকলের একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইলামবাজার থানার পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।