• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

চিকিৎসক ও নার্সদের সিজিও কমপ্লেক্স অভিযান ঘিরে ধুন্ধুমার

মিছিলটি সেখানে পৌঁছতেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

চিকিৎসক ও নার্সদের সিজিও কমপ্লেক্স অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। আরজি কর কাণ্ডে এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়নি কেন এই প্রশ্ন তুলে বিধাননগরের সিবিআইয়ের দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মতো সোমবার দুপুরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেয় ডাক্তার-নার্সদের মিছিল। আন্দোলনকারীদের আটকাতে সিজিও কমপ্লেক্স চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মিছিলটি সেখানে পৌঁছতেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর কেটে গিয়েছে সাত মাস। কিন্তু এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি সিবিআই। কবে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে এই প্রশ্ন তুলে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিল মেডিক্যাল সার্ভিস সেন্টার, ডক্টরস ফোরাম এবং নার্স ইউনিটি। সোমবার এই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।

ঘটনার পর এত দিন কেটে গেলেও নির্যাতিতা এখনও পর্যন্ত কেন ন্যায়বিচার পেলেন না এই নিয়ে প্রশ্ন তুলেছেন ডাক্তার ও নার্সরা। পাশাপাশি সিবিআই তদন্ত কোন পথে এগোচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।  এছাড়াও ধর্ষণ, খুনের ঘটনায় সঞ্জয় কি একাই ছিল? থ্রেট কালচারে অভিযুক্তরা কেন শাস্তি পেলেন না? সেই সব প্রশ্নও উঠেছে।

আগে থেকেই এই কর্মসূচির খবর ছিল পুলিশের কাছে। সেই মতো সিজিও কমপ্লেক্স এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছিল এলাকা। সেই গার্ডরেল ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়ে যায়। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। কিছুক্ষণ পর এলাকা থেকে ডাক্তার ও নার্সদের সরিয়ে দেওয়া হয়।