রবিবার ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবেই শুরু হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু এলাকায় ভোট ঘিরে উত্তেজনা এবং অশান্তি বাড়তে থাকে।
ফাঁসিদেওয়ায় এক নির্দল প্রার্থীর এজেন্টকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আবার ফাঁসিদেওয়ার তুফানডাঙ্গিতে লাঠিসোটা নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
ফাঁসি দেওয়ায় একটি গাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে। শিলিগুড়ি মহকুমা পরিষদে ফাঁসিদেওয়া আসনে নির্দল প্রার্থী প্রার্থী আখতার আলি এসব ঘটনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন।
শুধু এজেন্ট নয়, তাঁর সমর্থিত ভোটারদেরও মারধোর করা হয় বলে অভিযোগ করেন নির্দল প্রার্থী আখতার আলি। ফাঁসিদেওয়া ব্লকের চট হাটে ২৭-২৩৩ নম্বর বুথে নির্দল প্রার্থীর মোবাইল তৃনমুল কর্মীরা ভেঙে দেয় বলে অভিযোগ করেন প্রার্থীর লোকেরা।
যদিও মহকুমা পরিষদে তৃনমূলের প্রার্থী আইনুল হক তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।
আইনুল হক বলেন, তৃনমূল কোথাও অশান্তি করতে যায়নি। মিথ্যা সব অভিযোগ তোলা হচ্ছে তৃনমূলের বিরুদ্ধে।