ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে ফের অশান্তি। তবে এবার বাংলাদেশিরা নয়, কাঁটাতারের পাশাপাশি লোহার গেটের দাবিতে বিক্ষোভ দেখালেন ভারতীয় সীমান্তের স্থানীয় বাসিন্দারা। যার জেরে কাজ বন্ধ করতে বাধ্য হল বিএসএফ। নদিয়ার শিকারপুরে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুটিপাড়া এলাকায় ঘটেছে এই ঘটনা।
জানা গিয়েছে, নদিয়ার শিকারপুর বিডিও অফিস সংলগ্ন প্রায় ১৩০০ মিটার (১.৩ কিমি) এলাকায় এতদিন কোনও কাঁটাতারের বেড়া ছিল না। মাস ছয়েক আগে সেখানে বেড়া দেওয়ার কাজ শুরু হয়। এখন মুরুটিয়া থানার শিকারপুর কুটিপাড়া এলাকায় বেড়া দেওয়ার কাজ চলছে। সেখানে লোহার ‘অ্যাঙ্গেল’ এবং পিলার বসানোর কাজও সম্পন্ন হয়েছে।
কিন্তু শনিবার থেকে এই এলাকার বাসিন্দারা কাজ চলাকালীন বিক্ষোভ দেখতে শুরু করেছেন। তাঁদের দাবি, এই এলাকায় একটি লোহার গেট বসাতে হবে। কারণ গেটের ওপারেই থেকে যাচ্ছে মাথাভাঙা নদী ও একটি শ্মশান। সেজন্য গেট ছাড়া কাঁটাতার দেওয়া হলে মাথাভাঙ্গা নদীর জল ও স্থানীয় শ্মশান ব্যবহার করা গ্রামবাসীদের পক্ষে সম্ভব হবে না। এরপরই এই বিতর্কিত অংশ ছেড়ে দিয়ে অন্য অংশে কাঁটাতার দেওয়ার কাজ করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পাশাপাশি, গ্রামবাসীদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন আধিকারিকরা।