• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ভোটের ময়দানে অধীর চৌধুরীর আশীর্বাদপ্রাপ্ত চা বিক্রেতা

ব্যাপারে প্রচন্ডভাবে আত্মবিশ্বাসী অবিশ্বাসী চাওয়ালা সুদীপ। চা বানাতে বানাতে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, অধীর চৌধুরীর আশীর্বাদ নিয়ে ভোটের ময়দানে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পৌরনিগম জানুয়ারি মুখে এবার বিধাননগর নির্বাচনী ১১ নম্বর ওয়ার্ড। শাসকদলের প্রার্থী অনিতা বিশ্বাসের মতো নেত্রী হলেও ভোটের ময়দানে যে এক ইঞ্চি ছাড়বে না তা একান্ত সাক্ষাৎকারে পরিষ্কার করে জানিয়ে দিলেন বিধাননগর পৌরনিগম ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুদীপ মন্ডল।

ব্যাপারে প্রচন্ডভাবে আত্মবিশ্বাসী অবিশ্বাসী চাওয়ালা সুদীপ। চা বানাতে বানাতে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, অধীর চৌধুরীর আশীর্বাদ নিয়ে ভোটের ময়দানে।

আমি পুরোপুরি আত্মবিশ্বাসী অবশ্যই আমি অনিতা বিশ্বাসকে হারাতে পারব। উল্লেখ্য, এবার ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুদীপ মন্ডল। যিনি পেশায় একজন চা বিক্রেতা।

কিন্তু চা বিক্রি করলেও সেখান থেকেই ফাঁকা সময় বের করে প্রচার করছেন তিনি ভালোই। ইতিমধ্যেই জানা যাচ্ছে তিনি প্রায় ৭০ শতাংশ বাড়ির হয়ে প্রচার করে ফেলেছেন।

মানুষের বাড়ি গিয়ে সবার অভাব-অভিযোগ শোনার পাশাপাশি রাস্তাঘাট উন্নতির জমা জলের যন্ত্রণা দূর করার জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। তিনি আরও বলেন, আমার এখানে মোট ভোটার ৯০৮৪ জন।

গত বারেও তৃণমূল ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছিল ঠিকই কিন্তু এবার ভোটে আমি নিজেকে একটা প্রতিষ্ঠা জায়গায় পৌঁছে দিতে পারব বলে মনে করছি। আবার অন্যদিকে সেই ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অনিতা বিশ্বাস।