• facebook
  • twitter
Saturday, 22 March, 2025

মুখ্যমন্ত্রী বিদেশে থাকাকালীন প্রশাসনের দায়িত্বে টাস্ক ফোর্স

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ব্রিটেনের পাশাপাশি অন্যান্য দেশও তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সামনে ইদ, বাসন্তি পুজো থাকায় সেই সব আমন্ত্রণ সাড়া দেননি তিনি।

নিজস্ব চিত্র

আগামী শনিবার ব্রিটেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাতদিনের সফর রয়েছে তাঁর। তাই এই ক’দিন রাজ্য প্রশাসনের কাজকর্ম পরিচালনার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্ন থেকে এই টাস্ক ফোর্সের সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি। তবে মমতা জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে পরামর্শ না করে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না টাস্ক ফোর্সের সদস্যরা।

মমতার তৈরি টাস্ক ফোর্সে রয়েছেন ভূমি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। পাশাপাশি রাজ্যের পাঁচ মন্ত্রীকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। মমতা জানিয়েছেন, এই সকল মন্ত্রী, পুলিশ আধিকারিক ও সচিবরা প্রত্যেকে জেলা ও ব্লক ধরে ধরে কাজ করবেন। নিয়মিত বৈঠক করবেন। পাশাপাশি কোনও প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন। তবে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার হলে মমতার সঙ্গে কথা বলে তারপরই কাজ করতে হবে টাস্ক ফোর্সকে। তৃণমূল নেত্রী আরও জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব থাকবে রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হাতে।

সাতদিনের ব্রিটেন সফরের সূচি এ দিন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মমতা। তিনি জানান, আগামী ২২ তারিখ তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। ২৪ তারিখ সেখানে ভারতীয় হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন রয়েছে। ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক করবেন মমতা। ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেবেন তিনি। এরপর ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে তিনি দেশে ফিরবেন। জানা গিয়েছে, মমতার সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থও।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ব্রিটেনের পাশাপাশি অন্যান্য দেশও তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সামনে ইদ, বাসন্তি পুজো থাকায় সেই সব আমন্ত্রণ সাড়া দেননি তিনি। কারণ এই সময় তিনি রাজ্যেই থাকতে চান।

News Hub