অসুস্থ বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ৯২ বছর বয়সী তরুণ মজুমদারের কিডনিজনিত সমস্যা রয়েছে বলে জানানো হয়েছে। অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন।
তরুণ মজুমদারের প্রথম পরিচালিত ছবি উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘চাওয়া পাওয়া’ (১৯৫৯)।তাঁর পরিচালিত প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘কাঁচের স্বর্গ’ (১৯৬২)। এরপরে ‘পলাতক’, ‘নিমন্ত্রণ’, ‘সংসার সীমান্তে’ (১৯৭৫), ‘গণদেবতা’, ‘বালিকা বধু’ (১৯৬৭), ‘কুহেলী’ (১৯৭১), ‘শ্রীমান পৃথ্বীরাজ’ (১৯৭৩), ‘ফুলেশ্বরী’ (১৯৭৪), ‘দাদার কীর্তি’ (১৯৮০), ‘ভালোবাসা ভালোবাসা’ (১৯৮৫), ‘পরশমণি’ (১৯৮৮), ‘আপন আমার আপন’ (১৯৯০)-এর মতো বহু ছবি পরিচালনা করেছেন তিনি।
পেয়েছেন চারটি জাতীয় পুরষ্কার সহ সাতটি বিএফজেএ, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কারও। ১৯৯০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।