হিঙ্গলগঞ্জে ট্যাব দুর্নীতি : উত্তর দিনাজপুর থেকে মুল পান্ডা গ্রেপ্তার

প্রতীকী চিত্র

সুন্দরবনের ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্ট জাল করে লক্ষ লক্ষ টাকার ট্যাব দুর্নীতির অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে এবার মূল পান্ডাকে গ্রেফতার করল বসিরহাট সাইবার ক্রাইম ও স্পেশাল অপারেশন গ্রুপ।

জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার প্রান্তিক এলাকা হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের কয়েকশ ছাত্র-ছাত্রী ট্যাবের পাওয়ার একাউন্টের নম্বর জাল হয়। ঘটনার তদন্ত ভার নেয় বসিরহাট পুলিশ জেলার সাইবার থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পান তাঁরা। তদন্তকারীরা জানতে পারেন যে, সুন্দরবনের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট জাল করে মূল পান্ডা ইয়াসিন আলি তার অ্যাকাউন্টে ট্যাবের সমস্ত অর্থ ঢুকিয়ে নিয়েছে। এরপরই উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা যুবক ইয়াসিন আলির বিরুদ্ধে গত নভেম্বর মাসের ১২ তারিখে ইয়াসিন সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

এরপরই তাকে গ্রেফতার করা হয়। ধৃত ইয়াসিন আলিকে শুক্রবার ­বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।