বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিলে হাঁটলেন শুভেন্দু

মঙ্গলবার গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কলকাতায় আয়োজিত মিছিলে পা মেলালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংগৃহীত চিত্র

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কলকাতায় আয়োজিত মিছিলে পা মেলালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মিছিল থেকে শুভেন্দু হুঁশিয়ারি দেন, বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে তাঁরা পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ দেখাবেন। পাশাপাশি, এদিন গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ‘২০২৬ সালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব।’

এদিন ধরনা মঞ্চ থেকে শুভেন্দু বলেন, ‘আপনাদের জয় তো আগেই হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সোম–মঙ্গলবার দার্জিলিংয়ে যাওয়ার কোনও কথা ছিল না। ওখানেও তো আমার লোক আছে। আইএএস – আইপিএসরা আমার লোক আছে। ওর মধ্যে ভর্তি হয়ে আছে। কোনও পরিকল্পনা ছিল না। দার্জিলিং পালিয়েছে আপনাদের ভয়ে। যেদিন কোর্টে অর্ডার হয়, সেদিন সন্ধ্যাবেলা বলেছে, আমি এখানে থাকব না। কারণ উনি এত মিথ্যা কথা বলেছেন, যা মাপার মতো কোনও ফিতা পৃথিবীতে বেরোয়নি।’

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে উপস্থিত থাকার পাশাপাশি এদিন বিরোধী দলনেতা গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মিছিলে পা মেলান। অভিযোগ, গত কয়েকমাসে বাংলাদেশে বারবার হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। এর প্রতিবাদেই মিছিল করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল সংগঠনটি। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় উদ্যোক্তারা। কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে এদিন বিকেল ৩টে নাগাদ রানি রাসমণি রোড থেকে মিছিল শুরু হয়। শেষ হয় আলিমুদ্দিন স্ট্রিটের ক্রসিংয়ে। মিছিলে বিরোধী দলনেতা ছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, শঙ্কুদেব পণ্ডারা।


বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনার নিন্দা জানান শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, ‘বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধ না হলে আমরা পেট্রাপোল সীমান্তে গিয়ে প্রতিবাদ জানিয়ে আসব। আমরা অপর ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা আক্রান্ত। আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে সেই বার্তা দিতে চাই।’