পুলিশের অনুমতি ছাড়াই বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল শুভেন্দুর

মেদিনীপুর শহরে বিজেপির জেলা কার্যালয়ে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরে বিজেপির জেলা কার্যালয়ে আসেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভোটের ফলাফল নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, রাজ্যের সংখ্যালঘু মানুষ বিজেপির ভোটার নন। তাঁরা মোদীজির পাঠানো ভ্যাকসিন নেবেন, বাড়ি নেবেন, উজ্জ্বলা গ্যাস সহ সমস্ত সুযোগসুবিধা নেবেন, তবু ভোট দেবেন না – কারণ, তাঁদের কাছে বিজেপি ‘জয় শ্রীরাম’-এর পার্টি।

কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হলেও বিজেপি খুশি নয় বলেই জানান তিনি। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে স্থানীয় পুলিশ প্রশাসন। সব বুথে বিজেপি পোলিং এজেন্ট বসাতে পারা সম্ভব কি না, সেটা জানতে চাওয়া হয় শুভেন্দুর কাছে। তিনি জানান, যদি ভোটের দিন বিজেপির কোনো কার্যকর্তা আক্রান্ত হন তবে কয়েকশো বিজেপি কর্মী চন্দ্রকোনা রোড, ডেবরা, খড়গপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবেন।

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে বৃহস্পতিবার তিনি মেদিনীপুর শহরে মিছিল করেন। ওই মিছিল থেকে তিনি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী শুভজিৎ রায় কে পদ্মফুল চিনা ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের কাছে আহ্বান জানান। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে বিজেপির ওই মিছিলের কোন অনুমতি পুলিশ দেয় নি, তাই ওই মিছিল অবৈধ ভাবে বিজেপি করেছে ।