• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা-বাবা বিধানসভায়, শুভেন্দুর ধরনায় বসার আশ্বাস

বিরোধী দলনেতার সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা। আকুল কণ্ঠে উপরোধ জানান সবাইকে পাশে থাকার জন্য।

বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখা করলেন নির্যাতিতার মা-বাবার সঙ্গে। ছবি: সংগৃহীত।

আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা এলেন বিধানসভায়। গতকালই শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। সেখানেই এলেন তাঁরা। সঙ্গী ছিলেন রাজ্য বিজেপি নেতা সজল ঘোষ। ১২টা ২০ মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছান তাঁঁরা। তাঁদের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। দেখা করেন আইএসএফ-এর বিধায়ক নওশাদ সিদ্দিকিও।

সূত্র মোতাবেক খবর, সজল ঘোষ ২টি গাড়িতে করে বিধানসভার প্রধান ফটকের সামনে আসেন। একটি গাড়িতে ছিলেন সজল নিজে, অন্যটিতে নির্যাতিতার মা-বাবা। শুভেন্দুর নিজস্ব কক্ষে গিয়ে দেখা করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যান্য বিধায়করাও।

বিরোধী দলনেতার সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা। আকুল কণ্ঠে উপরোধ জানান সবাইকে পাশে থাকার জন্য। তিনি বলেন, ‘আমার পাশে সবাই যে ভাবে দাঁড়াচ্ছে, আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কী এমন অপরাধ করল, তাকে এমন নির্মম ভাবে মারা হল!’ কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা কতটা, সেই প্রশ্নও শোনা যায় তাঁর মুখে। কান্নাভরা কণ্ঠে জানান তিনি, ‘‘আজও জানতে পারলাম না, সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল।’

কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নির্যাতিতার বাবাকেও। তাঁর চোখ মুছিয়ে দেন শুভেন্দু। আশ্বাস দেন পাশে থাকার। সমবেদনা জানান মৃতার পরিবারকে। নির্যাতিতার বাবাকে কাঁদতে দেখে চোখের জল আটকাতে পারেননি বিজেপি বিধায়ক চন্দনা বাউরীও।

শুভেন্দু এর পরে জানান, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচারের লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর বিরোধী দলের সকল বিধায়কেরা ধরনায় বসবেন। তাঁর বক্তব্য, এই ধরনা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং আইন ও গণতন্ত্র মেনে হবে, বিধানসভার ভিতরে ও বাইরে।