হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা। বিষয়টি নিয়ে একের পর এক জনসভায় সেদেশের মৌলবাদী শক্তিকে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেজন্য তাঁকে নিশানা করেছে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলি। বড়দিনের আগে-পরে যেকোনও মুহূর্তে তাঁর ওপর হামলার আশঙ্কা রয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে রাজ্য ও কলকাতা পুলিশের নিরাপত্তা বিভাগকে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। তাঁদের কাছে আসা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর, বিরোধী দলনেতার ওপর হামলার জন্য চলতি মাসের ২৪ থেকে ২৬ ডিসেম্বর সময়সীমাটি বেছে নিয়েছে জঙ্গিরা। এই সময়ের মধ্যে শুভেন্দু অধিকারীর উপর হামলার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক জনসভায় বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বাংলাদেশের বর্তমান সরকারকে আক্রমণ করার পরই তাঁর উপর হামলার ছক কষা হয় বলে প্রাথমিক ধারনা।
বিশেষ করে বাংলাদেশের দুই জঙ্গি সংগঠন, হারাকত-উল-জিহাদ-আল-ইসলামি ও হিজব-উত-তাহির, এই হামলার ছক কষেছে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতার ওপর হামলা চালাতে তিনজন বাংলাদেশি দুষ্কৃতীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট সামনে আসার পরেও সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে রাজি হননি বিরোধী দলনেতা।
উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ‘জেড ক্যাটেগরি’র নিরাপত্তা পেয়ে থাকেন। তবে জনসভা বা অন্য কোথাও তাঁর নিরাপত্তা যেন কোনওভাবেই ফাঁক না থাকে, সে জন্য রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে।