• facebook
  • twitter
Monday, 16 September, 2024

চোর সন্দেহে গণপিটুনি! খাস কলকাতায় মৃত্যু টিভি মেকানিকের

নিজস্ব প্রতিনিধি- গত তিন চারদিন ধরে চুরি যাচ্ছিল মোবাইল। কোনও ভাবেই হোস্টেলের আবাসিকরা চোর ধরতে পারছিলেন না। তবে শুক্রবার সকালে হোস্টেলের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখে চোর সন্দেহে দিলেন গণপিটুনি। আর তাতেই মৃত্যু হল ইরশাদ নামের এক টিভি মেকানিকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বউবাজারের উদয়ন হোস্টেলে। পুলিশ সূত্রে খবর, সকাল ৯টা নাগাদ বউবাজার থানার

নিজস্ব প্রতিনিধি- গত তিন চারদিন ধরে চুরি যাচ্ছিল মোবাইল। কোনও ভাবেই হোস্টেলের আবাসিকরা চোর ধরতে পারছিলেন না। তবে শুক্রবার সকালে হোস্টেলের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখে চোর সন্দেহে দিলেন গণপিটুনি। আর তাতেই মৃত্যু হল ইরশাদ নামের এক টিভি মেকানিকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বউবাজারের উদয়ন হোস্টেলে।
পুলিশ সূত্রে খবর, সকাল ৯টা নাগাদ বউবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় হোস্টেলের মধ্যে একজন ব্যক্তিকে আটকে রেখেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হোস্টেলের একটি ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ইরশাদ (৪৭)। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। অভিযোগ, চোর সন্দেহে তাঁকে হোস্টেলে আটকে বেধড়ক মারা হয়।
পুলিশ সূত্রে খবর, চাঁদনীচক এলাকায় এক দোকানে টিভি সারাইয়ের কাজ করতেন তিনি। ঘটনায় ইতিমধ্যেই ১৬ জনকে আটক করেছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, মৃত ব্যক্তি ওই হোস্টেলে কখন এবং কী কারণে গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।