সিদ্ধান্ত পরিবর্তন করে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের গরমের ছুটি শেষ হচ্ছে জুনের মাঝামাঝি সময়ে।ঘূর্ণিঝড় ফণীর কারণে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে সময়ের কিছুদিন আগে থেকেই গরমের ছুটি চালু হয়ে গিয়েছিল।এই দীর্ঘ দু’মাস গরমের ছুটি ঘােষণা করেছিলেন শিক্ষামন্ত্রী।এই দীর্ঘ সময়ের ছুটি নিয়ে নানারকম ক্ষোভ সৃষ্টি হয়েছিল বিভিন্ন মহলে।
ছেলেমেয়ের পড়াশােনা নিয়ে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন।অন্যদিকে শিক্ষক – শিক্ষিকারাও পড়েছিলেন বিপাকে।দীর্ঘ এই ছুটির কারণে সময়মতাে শেষ হবে না সিলেবাস ফলে পড়াশােনার ক্ষতি হবে পড়ুয়াদের।সব মিলিয়ে এই দীর্ঘ সময়কালীন ছুটি নিয়ে তৈরি হয়েছিল জটিলতা।মনে করা হচ্ছে মূলত এইসব কারণেই নয়া সিদ্ধান্ত।
পাশাপাশি গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফেসবুক পােস্ট দিয়ে শিক্ষার উন্নয়ন সম্পর্কিত মতামত জানতে চেয়েছিলেন জনগণের থেকে।সেখানেও একাধিক মন্তব্য পড়ে। এরপর সব বিষয়ে খতিয়ে দেখে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে শিক্ষাদফতর সূত্র মারফত।