বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে যাচ্ছেন সুকান্ত মজুমদার। সূত্রের খবর, প্রায় দু’দিনের সফরে সুকান্ত মজুমদার দেখা করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। বৈঠক হওয়ার সম্ভাবনা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও।
চলতি সপ্তাহেই বাংলার বিজেপি রাজ্য সভাপতির পদে বড়সড় রদবদল ঘটেছে। দিলীপ ঘােষের বদলে রাজ্য। সভাপতি হয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আর দিলীপ ঘােষ বিজেপি ভারতীয় সহ সভাপতির পদে নিযুক্ত হয়েছেন। নতুন দায়িত্ব পেয়েই সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন সুকান্ত।
এরপর তাঁর দিল্লি সফর অবধারিতই ছিল। রাতে দিল্লি যাচেছন সুকান্ত মজুমদার। সেখানে জেপি নাড্ডার সঙ্গে দলের কাজকর্ম নিয়ে কথা বলতে পারেন তিনি। সুকান্ত নতুন দায়িত্ব নেওয়ার পর বাংলার দলীয় সংগঠনে কীভাবে কাজ করতে হবে, প্রয়ােজনে সংগঠনে রদবদলের ক্ষেত্রে রাজ্য সভাপতির ভূমিকা কেমন হতে পারে, তা নিয়েও আলােচনা হতে পারে।
মঙ্গলবার জেপি নাড়ার সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর সঙ্গেও দেখা করতে পারেন সুকান্ত মজুমদার। সেখানেও বাংলায় দলের কী পরিস্থিতি, তা নিয়ে বিস্তারিত রিপাের্ট দিতে পারেন তিনি। কথা হতে পারে কার্যপদ্ধতি নিয়েও। সবমিলিয়ে, এক দিল্লি সফরে শাহ-নাড্ডার সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক ঘিরে একাধিক জল্পনা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলের একাংশে।