• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে হাইকোর্টে কালীঘাটের কাকু

গত মাসেই জামিনের পূর্বে ষষ্ঠ বারের তলবে সাড়া দিয়ে সেই 'গলা দিতে' আদালতে যান তিনি। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে।

ফাইল চিত্র

সম্প্রতি প্রাথমিক নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ মার্চ পর্যন্ত রয়েছে কালিঘাটের ‘কাকু’র এই অন্তর্বর্তী জামিনের পর্ব। হাতে আর মাত্র কয়েক দিন। কিন্তু তার আগেই আদালতে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে দ্বারস্থ ‘কাকু’। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে ‘কাকু’র জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন তার আইনজীবী। আগামী সোমবার বিচারপতি অরজিত বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে হবে এই শুনানি। প্রসঙ্গত, অন্তর্বর্তী জামিনে ‘কাকু’র উপর লাগু হয়েছে একাধিক শর্ত।

এর আগেরকার শুনানি পর্বে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, ‘যেহেতু শারীরিক অবনতির কথা ভেবেই ‘কালীঘাটের কাকু’কে জামিন দেওয়া হচ্ছে, সেহেতু শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত কোনও প্রয়োজনীয়তা ঘরের বাইরে পা রাখতে পারবেন না সুজয়কৃষ্ণ। পাশাপাশি, তাঁর দু’টি মোবাইল নম্বরও দিয়ে রাখতে হবে সিবিআইকে। তবে সেই অন্তর্বর্তী জামিনের পালা এবার শেষ হওয়ার আগেই আদালতে আবার দ্বারস্থ ‘কাকু’। মূলত, প্রাথমিকের তদন্তে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় তাকে বারবার তলব করেছিল সিবিআই তদন্তকারীরা। কিন্তু শারীরিক ব্যাধিকে ঢাল করেই বারবার প্রাণ বাঁচিয়েছেন তিনি। অবশেষে গত মাসেই জামিনের পূর্বে ষষ্ঠ বারের তলবে সাড়া দিয়ে সেই ‘গলা দিতে’ আদালতে যান তিনি। আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে।