করােনা অতিমারির সময়ে প্রকৃত কর্মী ও তাদের সাফল্যের কথা তুলে ধরল মির্চি সােমক ও মির্চি অগ্নি। অতিমারির সময়ে সংক্রমণের ভয়কে তুচ্ছ করে যে সকল কর্মী নিজেদের জীবন বাজি রেখে যেভাবে অপরের সাহায্যে ঝাপিয়ে করেছেন তারই বিবরণ দিয়েছে মির্চি সােমক ও মির্চি অগ্নি। যেমনটি করেছিল স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য।