কোলন ক্যান্সার অস্ত্রোপচারে সাফল্য

সম্প্রতি এক সত্তর বছর বয়স্ক মহিলার ইনটেস্টিনাল অবস্ট্রাকশন সহ কোলন ক্যান্সার নিয়ে মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি হন।

মহিলা বয়স্ক হওয়ায় এবং হৃদরোগ , থাইরয়েড , কিডনির অসুবিধা , ব্লনকিয়াল অ্যাস্থমা ও অত্যাধিক স্থূলতার কারণে অ্যানাস্থেসিয়া প্রয়োগ করা বিপজ্জনক হিসেবে দেখা দেয়।

কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক ডা . সঞ্জয় মন্ডল ঝুঁকি নিয়ে বাইরে দিয়ে অন্যান্য বাধা অপসারণের মাধ্যমে রোগীকে কোলন ক্যান্সারের জন্য প্রস্তুত করেন।


এখন তিনি অন্যান্য অসুবিধা দূর করে কোলন ক্যান্সারের অস্ত্রোপচারের জন্য প্রস্তুত হয়েছেন।