• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

দমদম সংশোধনাগারের আজব বিজ্ঞপ্তি, সন্ধ্যে ৬টা থেকে ভোর সাড়ে ৫টা অবধি বন্ধ স্ট্রিট লাইট!

নিজস্ব প্রতিনিধি- দমদম কেন্দ্রীয় সংশোধনাগার তথা দমদম সেন্ট্রাল জেলের সুপার সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেন৷ সেই নির্দেশিকা অনুযায়ী, দমদম সংশোধানাগারের চৌহদ্দিতে যত স্ট্রিট লাইট রয়েছে সেগুলি সব সন্ধ্যে ৬টা থেকে পরের দিন ভোর সাড়ে পাঁচটা অবধি বন্ধ থাকবে৷ যেখানে সন্ধ্যে ৬টা থেকে ভোর সাডে় ৫টা অবধি লাইট জ্বালানোর কথা, সেখানে কার্যত উল্টো সময় লিখে নির্দেশিকা

নিজস্ব প্রতিনিধি- দমদম কেন্দ্রীয় সংশোধনাগার তথা দমদম সেন্ট্রাল জেলের সুপার সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেন৷ সেই নির্দেশিকা অনুযায়ী, দমদম সংশোধানাগারের চৌহদ্দিতে যত স্ট্রিট লাইট রয়েছে সেগুলি সব সন্ধ্যে ৬টা থেকে পরের দিন ভোর সাড়ে পাঁচটা অবধি বন্ধ থাকবে৷ যেখানে সন্ধ্যে ৬টা থেকে ভোর সাডে় ৫টা অবধি লাইট জ্বালানোর কথা, সেখানে কার্যত উল্টো সময় লিখে নির্দেশিকা জারি করা হয়৷ যদিও, পরবর্তীতে নতুন করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্নের বৈঠক থেকে বিদু্যৎ অপচয় নিয়ে কড়া বার্তা দেন৷ রাজ্যের অনেক জায়গায় দিনের আলো ফুটে যাওয়ার পরেও রাস্তার আলো জ্বলতে দেখা যায়৷ এই অপচয় সরকারের তরফে বরদাস্ত করা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী৷ এই সতর্কবার্তার পরেই দমদম সংশোধনাগার স্ট্রিট লাইট জ্বালানোর সময় সম্পর্কে লিখিত নির্দেশিকা জারি করে৷ সেই নির্দেশিকা অনুযায়ী সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত লাইট বন্ধ থাকলে রাতে জেলের নিরাপত্তা কার্যত প্রশ্নের মুখে পড়ে যাবে৷ বন্দিদের উপর নজর রাখা, কেউ পালানোর চেষ্টা করছে কি না- ইত্যাদির জন্য আলো জ্বালানো অত্যন্ত জরুরি৷ এই বিভ্রান্তি ছড়াতেই সংশোধনাগার কর্তৃপক্ষ জানায়, বিজ্ঞপ্তির খসড়া করতে গিয়ে বিভ্রান্তি হয়েছিল৷ তা ঠিক করে নতুন বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে৷ ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোর ৬টা থেকে স্ট্রিট লাইট বন্ধ থাকবে বিকেল সাডে় ৫টা পর্যন্ত৷