• facebook
  • twitter
Thursday, 7 November, 2024

অমিত শাহকে জবাব দিতে বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রস্তাব আনছে রাজ্য

অপরদিকে বিরোধী শিবিরের বিধায়করা তার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে।

চিত্র: এএনআই।

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরু হলেই সরাসরি কেন্দ্রকে আক্রমণ শানাতে চলেছে রাজ্য। সম্প্রতি কলকাতায় এসে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তথ্য প্রকাশ্যে এনে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। এই সব অভিযোগের জবাব দিতেই এবার বিধানসভার অধিবেশনকে হাতিয়ার করতে চাইছে রাজ্য সরকার।
সম্প্রতি দলের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে এসেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন। তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্র রাজ্যকে প্রাপ্য টাকা দিলেও শাসকদলের নেতারা তা আত্মসাৎ করছেন। তিনি দাবি করেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের তুলনায় নরেন্দ্র মোদীর সরকার রাজ্যকে অনেক বেশি অর্থ দিয়েছে। অমিত শাহের হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জমানায় পশ্চিমবঙ্গকে ২ লক্ষ ৯ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। অপরদিকে গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গকে ৭ লক্ষ ৭৪ হাজার কোটিরও বেশি টাকা দিয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত সাড়ে ১০ বছরের বেশি সময় ধরে মোদী সরকার রাজ্যকে যেভাবে বঞ্চনা করছে তার হিসাব এবারের শীতকালীন অধিবেশনে তুলে ধরা হবে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে অমিত শাহের অভিযোগের জবাব দেবেন রাজ্যে মন্ত্রী ও বিধায়করা। পাশাপাশি গত ১০ বছরে কেন্দ্রের তরফে টাকা দেওয়ার যে পরিসংখ্যান অমিত শাহ তুলে ধরেছেন তা তথ্য দিয়ে খণ্ডন করবেন শাসকদলের বিধায়করা। অপরদিকে বিরোধী শিবিরের বিধায়করা তার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বেশ কয়েকবার রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। এক বিজেপি বিধায়ক জানিয়েছেন, রাজ্য সরকার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করলে তাঁরাও পাল্টা জবাব দেবেন। যারা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে প্রস্তাব আনার কথা ভাবছেন তাঁরাই বাংলায় বিরোধীদের বঞ্চিত করে রেখেছে। এই বিষয়টিও বিরোধীদের তরফে বিধানসভায় তুলে ধরা হবে।