• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি, এসএসসিকে চিঠি রাজ্য পুলিশের

অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। তাঁরা এত বছর ধরে বহাল তবিয়তে কাজও করে যাচ্ছেন।

২০১১-১২ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ঘিরে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। তাঁরা এত বছর ধরে বহাল তবিয়তে কাজও করে যাচ্ছেন। এবার ওই শিক্ষকদের ব্যাপারেই তথ্য চাইল রাজ্য পুলিশ। তিনজনের নামে অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে চিঠি দেওয়া হল এসএসসিকে।

ওই তিনজনের যাবতীয় নথি খুঁটিয়ে পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে চিঠিতে। স্কুল সার্ভিস কমিশনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, যে তথ্য দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয় তদন্তের জন্য, আরও তথ্য প্রয়োজন। ওই তিনজনের নামে বিস্তারিত তথ্য চায় রাজ্য পুলিশ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার।