সম্প্রীতির ছট পুজোর আয়োজন, বস্ত্র উপহার

স্বপন দেবনাথ। নিজস্ব চিত্র।

শুক্রবার ভোরে পূর্ব বর্ধমানের কালনার হেমায়েতপুরে ছট পুজোর আয়োজন করা হয়। এই উৎসব মূলত অবাঙালিদের উৎসব। তাতে কি, উৎসব মানেই মিলন‌। উৎসব মানেই আনন্দ। উৎসব মানেই সৌভ্রাতৃত্বের মেলবন্ধন। এমন ভাবনা থেকেই এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের হেমাতপুরে ছট পুজো অনুষ্ঠিত হলো। বাঙালি ও বাঙালি জাতি ধর্ম নির্বিশেষে ওই উৎসবে যোগ দেন সকলে। সম্প্রীতির লক্ষ্যেই প্রায় ১৬-১৭ বছর থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলেমিশে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই ছট পুজোর আয়োজন করে থাকে। ছিলেন পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যান্যরা। অন্যদিকে এদিনই শ্রীরামপুরের মুড়িগঙ্গা পাড় এলাকায় ইটভাটায় গিয়ে ছোট বড়ো সকলের হাতে ছট পুজো উপলক্ষে বস্ত্র উপহার দেন মন্ত্রী স্বপন দেবনাথ।