• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

করােনা নিয়ে রাজ্যের নির্দেশিকা

কোভিড সংত্রমণে মৃত্যু হয়েছে সন্দেহ থাকলে মৃতের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। যার রিপাের্ট দু-তিনঘণ্টার মধ্যে মিলবে। ফলে মর্গে দেহ জমা থাকবে না।

প্রতীকী ছবি (Photo: iStock)

  • আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৪ দিন বন্ধ রাজ্যের সমস্ত লােকাল ট্রেন। সরকারি পরিবহন এবং মেট্রো চলবে ৫০ শতাংশ।
  • আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। বিমানযাত্রার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে। তবে রাজ্যে আসার পর র‍্যাপিড টেস্টে করােনা আক্রান্তের হদিশ পেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যার ব্যবস্থা করবে বিমানকর।
  • বাজার খােলার সময় পরিবর্তন করে সকাল ৭ টা থেকে বেলা ১০ টা, এবং বিকেল ৫ টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খােলা থাকবে।
  • বন্ধই থাকছে রেস্তরাঁ, শপিং মল, জিম, সুইমিং পুল, বিউটি পার্লার, স্পা, পাব, বার। ব্যাংক খােলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
  • কলকারখানা, নির্মাণ ক্ষেত্রে হাজিরা ৫০ শতাংশ করা হল।
  • কোভিড সংত্রমণে মৃত্যু হয়েছে সন্দেহ থাকলে মৃতের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। যার রিপাের্ট দু-তিনঘণ্টার মধ্যে মিলবে। ফলে মর্গে দেহ জমা থাকবে না।
  • গ্রামে থাকা ২ লক্ষ ৭৫ হাজার কোয়াক চিকিৎসককে বিশেষ নির্দেশিকা পাঠানাে হচ্ছে। যাতে তাঁরা কোভিড চিকিৎসা করতে পারেন।
  • রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক সমস্ত জমায়েত নিষিদ্ধ। বিয়েবাড়িতে সর্বাধিক ৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারনে।
  •  টিকা দেওয়ার ক্ষেত্রে পরিবহণকর্মী, সংবাদকর্মী ও হকারদের অগ্রাধিকার। প্রথম ডােজের চেয়ে দ্বিতীয় ডােজ দেওয়ায় গুরুত্ব বেশি।