• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। এই বৈঠকে ঘিরে কৌতুহল রয়েছে মন্ত্রিসভার সদস্যদের মধ্যেও

নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: IANS)

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। এই বৈঠকে ঘিরে কৌতুহল রয়েছে মন্ত্রিসভার সদস্যদের মধ্যেও। শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। স্বাভাবিক ভাবে এই বৈঠকে তার থাকার কোনও প্রশ্নই নেই। যদিও এর আগে বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠক তিনি এড়িয়ে গিয়েছিলেন।

শুভেন্দু অধিকারীর হাতে থাকা তিনটি দফতর-সেচ, পরিবহন ও জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন মুখ্যমন্ত্রী দেখভাল করছেন। এই দফতরগুলি অন্য কোনও মন্ত্রিকে বন্টন করা হয় কি না তা নিয়েও আলােচনা চলছে। আগামীর কথা ভেবে জেলা থেকে নির্বাচিত বিধায়ক যারা মন্ত্রিসভায় রয়েছেন তাদের কারও গুরুত্ব বৃদ্ধি হয় কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।

জনহিতকর প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত করা এবং সেই সঙ্গে মন্ত্রীদের আরও বেশি করে নিজেদের বিধানসভা এলাকায় যাওয়ার নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে দরজায়। সে কারণে জনসংযােগ বৃদ্ধিতেও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।