• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

হিন্দুত্বের ভােটে ভাইরাল ভিডিও ঘিরে সরগরম রাজ্য

দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি আসনে রয়েছে বিধানসভার ভােট। তার আগেই রাজ্য রাজনীতিতে সােশাল মিডিয়ায় ভাইরাল হলাে তৃণমূল এক নেতা তথা রাজ্যসভার সাংসদের ভিডিও।

প্রতীকী ছবি (Photo: iStock)

আজ একুশে বিধানসভা নির্বাচনে তৃতীয় দফার ভােটগ্রহণ রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি আসনে রয়েছে বিধানসভার ভােট। তার আগেই রাজ্য রাজনীতিতে সােশাল মিডিয়ায় ভাইরাল হলাে তৃণমূল এক নেতা তথা রাজ্যসভার সাংসদের ভিডিও।

যদিও এই ভিডিওর সততা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান কাগজ। গত শনিবার কয়লা পাচার চক্রে এক অডিও টেপ ঘিরে সরগরম ছিল রাজ্য রাজনীতি। এরেই মধ্যে রবিবার সােশাল মিডিয়ায় ভাইরাল হয় দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীর এক ভিডিও।

যেটি আবার টুইট করেছেন বঙ্গ বিজেপির আধুনিক হিন্দুত্বের প্রতীক হিসেবে পরিচিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক নির্বাচনী এক বুথ কমিটির বৈঠকে তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী এক দলীয় কর্মীর কাছে রিপাের্ট নিচ্ছেন। সেখানে ৩ টি বুথের।

হালহকিকত জানতে গিয়ে প্রতুত্তরে ‘ওই তিনটি বুথ হিন্দু অধ্যুষিত’বলে উঠে আসে তখনই তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীর ’একটু নজর রাখিস, হিন্দুদের ভােট করতে দেওয়া যাবেনা মন্তব্য উঠে আসে।

আর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টুইটে জানিয়েছেন ‘হিন্দুদের ভােট করতে দিতে চান না, এটাই মমতার আসল চেহারা। পাশাপাশি মমতার সাম্প্রতিক রাজনীতি নিয়ে সরব হন শুভেন্দু।

আজ রাজ্যের তৃতীয় দফার ভােটগ্রহণ রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি আসনে। এখন দেখার বিজেপি কড়া হিন্দুত্বের উপর ভর দিয়ে কতটা জয় পায় এইসব আসনে?