• facebook
  • twitter
Friday, 27 December, 2024

কবাডি মাঠে বসন্ত উৎসব

নিজস্ব প্রতিনিধি— বসন্ত উৎসবে ময়দানের মানুষরা মেতে উঠলেন৷ কবাডি ফেডারেশন অব ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউনিটের ব্যবস্থাপনায় কবাডি মাঠে এই বসন্ত উৎসবে সামিল হলেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা থেকে খেলোয়াড়রা৷ কবাডি সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি ও সচিব পার্থ সারথি গাঙ্গুলির আমন্ত্রণে উপস্থিত ছিলেন সিএবি-র সভাপতি স্নোহাশিস গাঙ্গুলি, বাংলার ক্রিকেট কোচ লক্ষ্মীরতন শুক্লা, আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি

নিজস্ব প্রতিনিধি— বসন্ত উৎসবে ময়দানের মানুষরা মেতে উঠলেন৷ কবাডি ফেডারেশন অব ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউনিটের ব্যবস্থাপনায় কবাডি মাঠে এই বসন্ত উৎসবে সামিল হলেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা থেকে খেলোয়াড়রা৷ কবাডি সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি ও সচিব পার্থ সারথি গাঙ্গুলির আমন্ত্রণে উপস্থিত ছিলেন সিএবি-র সভাপতি স্নোহাশিস গাঙ্গুলি, বাংলার ক্রিকেট কোচ লক্ষ্মীরতন শুক্লা, আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি সহ সভাপতি সৌরভ পাল, সচিব অনির্বান দত্ত সহ এক ঝাঁক কবাডি খেলোয়াড়৷ সভাপতি স্বপন ব্যানার্জি ও সচিব পার্থ সারথি গাঙ্গুলি বলেন, এই উৎসব মঞ্চে রাজ্য কবাডি প্রতিযোগিতার (সিনিয়র, জুনিয়র ও সাবজুনিয়র) সেরাদের পুরস্কৃত করা হয়৷ আর সেই সঙ্গে অনাবাসিক কবাডি অ্যাকাডেমি চালু করা হল৷ বিভিন্ন জেলার কবাডি খেলোয়াড়রা এই আকাদেমিতে প্রশিক্ষণ নেবে৷