কালীপূজোয় অশান্তি রুখতে  বিশেষ নজরদারি পুলিশের

কালীপুজোয় টহলরত পুলিশ।

কালীপূজোর সময় ‘অশান্তির ছক’ কষা হয়ে পড়ে বলে আগেই সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো গত শুক্রবার নবান্নের সভাঘর থেকে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে সতর্ক করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার মুখ্যমন্ত্রীর সাবধানবাণী মাথায় রেখে রাস্তায় নামলো কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রে খবর, সাধারণ মানুষের নিরাপত্তায় পথে থাকছে অতিরিক্ত বাহিনী। একই সঙ্গে আরও জানা গিয়েছে, কালীপুজোর রাতে যেমন কলকাতা পুলিশের দশটি ডিভিশনের দল থাকবে, ঠিক একই ভাবে থাকবে গোয়েন্দা বিভাগের কর্মীরাও। বর্তমানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে মোট দশটি দল রয়েছে। সূত্রের খবর, ভিড়ের মধ্যে যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সাধারণ পোশাকে থাকবে পুলিশি প্রহরা।

প্রসঙ্গত, কালীপুজোর রাতে শহরের বিভিন্ন প্রান্তে বসে জুয়ার ঠেক। আবার কোথাও মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগও ওঠে। তাই এবার কোনও ভাবেই যেন সাধারণ মানুষ হেনস্থার শিকার না হন, সেই দিকেই নজর দিয়েছে কলকাতা পুলিশ। একই সঙ্গে শহরজুড়ে কড়া প্রহরা কলকাতা পুলিশের ৫ হাজার বাহিনীও।