• facebook
  • twitter
Friday, 25 April, 2025

দৈনিক স্টেটসম্যান-এর বিশেষ নববর্ষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান

গত ১১ এপ্রিল সন্ধ্যায় হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে একটি বর্ণময় অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে দৈনিক স্টেটসম্যান-এর বিশেষ নববর্ষ সংখ্যা।

গত ১১ এপ্রিল সন্ধ্যায় হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে একটি বর্ণময় অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে দৈনিক স্টেটসম্যান-এর বিশেষ নববর্ষ সংখ্যা। দ্য স্টেটসম্যান গ্রুপ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কথাসাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, কবি সুবোধ সরকার, কবি-সাহিত্যিক যশোধরা রায়চৌধুরী, সঙ্গীতশিল্পী পর্ণাভ, সমদীপ্তা, চিরন্তন, চিত্রাভিনেত্রী অঞ্জনা বসু, রোশনি ভট্টাচার্য ও চিত্রপরিচালক পথিকৃৎ বসু।

আর দ্য স্টেটসম্যান গ্রুপের পক্ষ থেকে ছিলেন কলকাতা শাখার প্রধান গোবিন্দ মুখার্জি, দৈনিক স্টেটসম্যান-এর কার্যনির্বাহী সম্পাদক সৈয়দ হাসমত জালাল, চিফ রিপোর্টার দেবাশিস দাস প্রমুখ। প্রদীপ প্রজ্বালনের পর সমদীপ্তা ও চিরন্তনের গাওয়া গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। রবীন্দ্রনাথের গান ছাড়াও অন্যান্য গানের তাঁরা শ্রোতাদের মন ভরিয়ে দেন।

এরপর শুরু হয় বৈশাখী আড্ডা। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, তপন বন্দ্যোপাধ্যায়, পথিকৃৎ বসু, অঞ্জন বসু ও রোশনি ভট্টাচার্য যোগ দেন এই আড্ডায়। আড্ডার হাল ধরে রাখেন সৈয়দ হাসমত জালাল। আড্ডাটি খুব উপভোগ করেন সবাই। সবশেষে গানে গানে মন ভরিয়ে দেন সঙ্গীতশিল্পী পর্ণাভ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।