• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আসানসােল পুরনিগমের উদ্যোগে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি

সাফাই অভিযান কর্মসূচির মাধ্যমে পুরবাসীরা যাতে সঠিকভাবে পরিসেবা পান, তারজন্য পুরনিগমের তরফে এক টোল ফ্রি নম্বর ও একটি ওয়াটস্ এ্যাপ নম্বরও চালু করা হয়েছে।

প্রতিকি ছবি (File Photo: iStock)

আসানসােল পুরনিগমের উদ্যোগে শুরু হলাে এক সপ্তাহব্যাপী এক বিশেষ সাফাই অভিযান কর্মসূচি। একইসঙ্গে এদিন এই সাফাই অভিযান কর্মসূচির মাধ্যমে পুরবাসীরা যাতে সঠিকভাবে পরিসেবা পান, তারজন্য পুরনিগমের তরফে এক টোল ফ্রি নম্বর ও একটি ওয়াটস্ এ্যাপ নম্বরও চালু করা হয়েছে।

এদিন সকালে আসানসােল পুরনিগমে এক অনুষ্ঠানে এর সূচনা করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ও পুর কমিশনার নীতিন সিনিয়া। টোল ফ্রি নম্বর হলাে ১৮০০১২০৪ ১২৫ ও ওয়াটস্ এ্যাপ নম্বর হলো ৭৪৭ ১০০১৮৭৫।

এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন আসানসােল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায় আসানসােল পুরনিগমের পুর প্রশাসক বাের্ডের সদস্য তবসুম আরা, পূর্ণ শশী রায়, দিব্যেন্দু ভগৎ, মীর হাসিম, শ্যাম সােলেন পুর প্রশাসক ও পুর কমিশনার বলেন, আগামী সাতদিন ধরে আসানসােল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডেই বিশেষ সাফাই অভিযান চলবে।