উত্তরবঙ্গের মানুষের দাবিদাওয়া নিয়ে বাংলা থেকে কেন্দ্রের কাছে একটি সর্বদলীয় প্রতিনিধি দল যাওয়ার কথা আগে একবার ঠিক হয়েছিল। বুধবার বিধানসভায় ফের সেই প্রসঙ্গ উঠে এল। কেন্দ্রের কাছে প্রতিনিধিদল নিয়ে যাওয়ার বিষয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে উদ্যোগ নিতে বললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এর আগে রাজ্যের তরফেই সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব বিধানসভায় রাখা হয়েছিল। সেই প্রস্তাবে সায়ও দিয়েছিল প্রধান বিরোধী দল বিজেপি। পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেই সময় এই বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব এখনও বাস্তবায়িত হয়নি। বুধবার বিধানসভার অধিবেশন চলাকালীন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মানস ভুঁইয়া। সেই প্রসঙ্গ ধরেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে কেন্দ্রের কাছে প্রতিনিধি দল নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগী হতে বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বিমানের মন্তব্য শুনেই বিধায়ক শঙ্কর অধিবেশন কক্ষে জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। কিন্তু তাঁকে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে। যদিও স্পিকার জানিয়ে দিয়েছেন, সাসপেনশনের বিষয়টি কার্যবিবরণীতে যাবে না। তাঁর দাবি, সাসপেনশন প্রত্যাহার করাতে চাইলে সঠিকভাবে আবেদন করতে হবে।
শঙ্করের মন্তব্য শুনে এ দিন বিধানসভায় তাঁকে কটাক্ষ করলেন শোভনদেব। শঙ্করের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কৌশলে বিষয়টি এড়িয়ে গেলেন। বাংলার মানুষ দেখল, রাজ্যের স্বার্থে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধিদলের যাওয়ার বিষয়টি আপনাদের জন্য সম্ভব হল না। অযথা আপনি বিরোধী দলনেতার কথা তুললেন। আমি আপনার কাছে বার বার জানতে চেয়েছি, কবে যাওয়া হবে? কিন্তু আপনি জানাননি।’