এবার জেলা সভাধিপতিদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক থেকে রীতিমত জেলা সভাধিপতিদের তাঁর ভাবনা চিন্তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।
জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে সামঞ্জস্য রেখেই যে কাজ করতে হবে, তা বাঁকুড়া র প্রশাসনিক সভা থেকে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার পরামর্শ দিলেন তিনি।
বাঁকুড়া জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মুকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ যদি ভাবেন ডিএম, এসপিকে আমি ঘনঘন বদল করে দেব। সেটা কখনই হবে না। জেলাশাসক, এসপির সঙ্গে হাত মিলিয়েই আপনাদের কাজ করতে হবে।”
হঠাৎ করে এই ধরনের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলের মতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল এই জেলা সভাধিপতির বৈঠকের ভিডিও।
সেখানে শোনা যায় ডিএমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁর। বিশেষ করে ডিএমের কাছে একাধিক ফাইল আটকে থাকার জন্য কোনও উন্নয়নের কাজ হচ্ছে না।
এই ভিডিওকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই ডিএম-এর বিরুদ্ধে লিফলেট ছড়িয়ে পড়ে এলাকায়। সেখানে স্বজনপোষণের অভিযোগ তোলা হয়।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন জেলা সভাধপতিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে।